জামিআ পরিচিতি
জামিআ রাব্বানিয়া আরাবিয়া মাসলাকে দেওবন্দ ও আকাবিরে দেওবন্দের ইলম ও আমল, তাকওয়া-তাহারাত, যুহদ ও পরহেজগারীর যোগ্য উত্তরসূরী এক ঝাঁক নায়েবে রাসূল তৈরীর মানসে প্রতিষ্ঠা করা হয়েছে। যার মূল স্বপ্নদ্রষ্টা ও প্রাণশক্তি হলেন জামিআর প্রাণভোমরা প্রতিষ্ঠাতা মুহতামিম, আরেফবিল্লাহ মুফতি নজরুল ইসলাম ভাসানী (দামাত বারাকাতুহুম)। জামিআর পৃষ্ঠপোষক আরেফবিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন (দা. বা.) এর দুআ ও নির্দেশনার মাধ্যমে 2005 ঈসায়ী সনের 25 অক্টোবর সূচনা হয় জামিআর শিক্ষাকার্যক্রম। তারপর থেকে আজ অবধি দায়িত্বশীলদের সুদক্ষ পরিচালনা ও উলামা-তলাবাদের আন্তরিক দুআর বরকতে অত্যন্ত সুনাম-সুখ্যাতির সাথে চলমান রয়েছে আমাদের জামিআ।
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডে প্রতি বছর প্রথম সারির ঈর্ষনীয় ফলাফল অর্জনের পাশাপাশি তাসাওউফ ও দাওয়ার ক্ষেত্রে জামিআর রয়েছে অগ্রণী পদযাত্রা।
রায়েরবাগ, কদমতলী, ঢাকা’য় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি, রব্বানীনগরে জামিআর কার্যক্রম পরিচালিত হচ্ছে।